করোনায় বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ১০ লাখ ৯০ হাজার ছাড়িয়েছে

আপডেট: October 14, 2020 |

বিশ্বজুড়ে আরও প্রায় ৫ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে করোনাভাইরাসে। টানা বেশ কিছুদিন দৈনিক প্রাণহানির শীর্ষে থাকা ভারতকে টপকে মঙ্গলবার মৃত্যু তালিকার শীর্ষে যুক্তরাষ্ট্র।

৭৮৪ জনের মৃত্যুতে দেশটির মোট প্রাণহানি ২ লাখ ২১ হাজারের কাছাকাছি। দৈনিক মৃত্যু সংখ্যায় এরপরেই ভারত। দেশটিতে মঙ্গলবার প্রাণ গেছে ৭২৩ জনের। গেল কিছুদিনের মতোই এখনও সংক্রমণের শীর্ষে দেশটি। সংক্রমণ শনাক্ত হয়েছে ৬৩ হাজার ৫শ’য়ের ওপর। ভারতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১ লাখ ১০ হাজারের বেশি।

এদিন সাড়ে ৩ শতাধিক মৃত্যু হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনায়। সংক্রমণ বেড়েছে রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য আর আর্জেন্টিনায়। করোনায় বিশ্বে মোট প্রাণহানি ১০ লাখ ৯০ হাজার ছাড়িয়েছে। মোট আক্রান্ত ৩ কোটি ৮৩ লাখ ৪৫ হাজারের বেশি।

বৈশাখী নিউজ/জেপা

Share Now

এই বিভাগের আরও খবর