জাতীয় দুর্যোগ মোকাবিলায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : বাসস চেয়ারম্যান

আপডেট: October 2, 2020 |
print news

ইয়াসিন অভি:  করোনা মহামারিসহ সব জাতীয় দুর্যোগ মোকাবিলায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
শুক্রবার (২ অক্টোবর) সামাজিক সংগঠন জনলোকের লোগো উন্মোচন অনুষ্ঠানে অনলাইন যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ড. আরেফিন সিদ্দিক বলেন, করোনা মহামারিকালে জনলোক যে সাহসী উদ্যোগ নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে তা তরুণ প্রজন্মকে উৎসাহ যোগাবে। সামাজিক মুক্তির কথা বলেছিলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই মানবিক চেতনায় সামাজিক মুক্তির কথা বলছেন আজকের তরুণ সমাজ। তরুণরা যদি সামাজিক চেতনা জাগ্রত করতে মানুষের পাশে দাঁড়ান, অবশ্যই আগামীর বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ।
করোনা মহামারিসহ সকল জাতীয় দুর্যোগ মোকাবিলায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।
জনলোকের কেন্দ্রীয় সমন্বয়ক রফিকুল ইসলাম সুজনের সভাপতিত্বে এবং মুক্তার হোসেন নাহিদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন তানভীর রুসমত, ড. সঞ্জীব রায়, সজল রায় প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর