‘মেসি বার্সা ছাড়লে ক্লাবের নাম বদলানো হোক’

আপডেট: August 18, 2020 |

বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে ঘিরে দলবদলের যে গুঞ্জন এবার শুরু হয়েছে, এর আগে কখনোই এতটা জোড়ালো গুঞ্জন হয়নি। একের পর এক প্রশ্নবিদ্ধ দলবদল, আর্থিক অনিয়ম, নিয়োগ-ছাঁটাইয়ের ক্ষেত্রে নীচু মনের পরিচয় দেওয়া, ক্লাবের তারকাদের পর্যাপ্ত সম্মান না দেওয়া, জঘন্য পারফর্ম্যান্স মিলিয়ে বার্সায় এখন ঘোর কলিকাল। এসব বিষয় নিয়ে ক্লাবের ওপর প্রচণ্ড বিরক্ত মেসি। তাই তাঁর দলবদলের গুঞ্জন এবার জোড়ালো হয়েছে।

বার্সা কর্তৃপক্ষ বারবার বলে আসছে, মেসি তাঁর প্রিয় ক্লাবে থেকেই ক্যারিয়ার শেষ করবেন। তবে সম্প্রতি বার্সা চুক্তি নবায়নের উদ্যোগ নিলে মেসি তা পিছিয়ে দেন। এতে গুঞ্জনের ডালপালা আরো বিস্তার হয়। বার্সার সমর্থক থেকে শুরু করে মেসির সতীর্থরাও চাইছেন তাঁকে বার্সায় ধরে রাখতে। যেমন স্যামুয়েল ইতো বলেছেন, যেভাবেই হোক এটা নিশ্চিত করতে হবে যে মেসি যেন বার্সেলোনায় ওর ক্যারিয়ার শেষ করে। আমি আশা করব, যারা নীতিনির্ধারণী পর্যায়ে আছেন, তাঁরা বার্সেলোনার মঙ্গলের কথা বিবেচনা করবেন।’

মেসি যদি শেষমেশ ক্লাব ছেড়েই দেন, তাহলে বার্সেলোনা ক্লাবটার নাম আর বার্সেলোনা থাকা উচিত না বলে মনে করছেন ইতো, ‘আমি মেসিকে আমার সন্তানের মতো ভালোবাসি। বার্সেলোনা মানেই মেসি। আমি সব সময় মেসির জন্য ভালো চাইব। বার্সেলোনা ক্লাবটাই এখন মেসি। ও যদি আসলেই বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত নেয়, তাহলে আমাদের উচিত ক্লাবের জন্য নতুন নাম খোঁজা। আমরা সৌভাগ্যবান যে, বিশ্বের সেরা ফুটবলারটি এখনো আমাদের দলে খেলে।’

বৈশাখী নিউজবিসি

Share Now

এই বিভাগের আরও খবর