যতীন সরকারের ৮৫তম জন্মদিন আজ

আপডেট: August 18, 2020 |
print news

বরেণ্য বুদ্ধিজীবী অধ্যাপক যতীন সরকারের আজ ৮৫তম জন্মদিন। ১৯৩৬ সালের এ দিনে নেত্রকোনার কেন্দুয়ায় উপজেলার চন্দপাড়া গ্রামে তার জন্ম। বরেণ্য এই বুদ্ধিজীবী পুরোটা জীবন কাটিয়ে দিয়েছেন সহজ-সরলভাবে। অন্য যেকোনো লেখক সাহিত্যিকের মতো তিনি ঢাকায় পাড়ি জমাননি। নিজ এলাকার মানুষদের সাথে মিশে থেকেছেন আজীবন।

অধ্যাপনা শেষে জেলা শহরের সাতপাই এলাকায় যতীন সরকার নিজ হাতে গড়ে তুলেছেন ছোট নিবাস ‘বানপ্রস্থ’। যেখানে আড্ডা হতো বিভিন্ন দিবস নিয়ে আলোচনার, আসর হতো কবিতার অথবা গানের। প্রাণবন্ত উৎসবমুখর পরিবেশে চলতো রাজনীতিসহ বিভিন্ন বিষয়ের উপর বিশদ আলোচনা। প্রতি বছর এ দিনে যতীন সরকার জন্মদিন উদযাপন পর্ষদের উদ্যোগে বানপ্রস্থতে নানা আয়োজন হতো। কিন্তু করোনাভাইরাস মহামারীর কারণে প্রাণচাঞ্চল্য নেই ‘বানপ্রস্থ’এ।

উল্লেখ্য, প্রাবন্ধিক যতীন সরকার স্বাধীনতা পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কারসহ নানা পুরস্কারে ভূষিত হয়েছেন।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর