২৪ ঘণ্টায় ভারতে করোনায় আরও ৯৪৪ জনের মৃত্যু

আপডেট: August 16, 2020 |

ভারতে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯৪৪ জন মারা গেছেন। একই সময়ে ৬৩ হাজার ৪৯০ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

দেশটিতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ৪৯ হাজার ৯৮০ জন। শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৫ লাখ ৮৯ হাজার ৬৮২। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬২ হাজার ২৫৮ জন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, দিল্লি, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, তেলেঙ্গানা ও গুজরাট।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন মোট ১৯ হাজার ৭৪৯ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ৫ হাজার ৬৪১ জন এবং দিল্লিতে ৪ হাজার ১৮৮ জন।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর