‘বেলুন সন্ত্রাসের’ অভিযোগে গাজায় হামলা চালাল ইসরায়েল

আপডেট: August 13, 2020 |
print news

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় হামাসের অবস্থান লক্ষ করে বুধবার রাতে হামলা চালানো হয়েছে। গাজা থেকে ইসরায়েলের দিকে বেলুনে করে বিস্ফোরক পাঠানোর জেরে এ হামলা চালানো হয়েছে বলেও দাবি করা হয়।

ইসরায়েলের দাবি, বুধবার বিস্ফোরক ভর্তি বেলুন গাজা থেকে ইসরায়েলের উদ্দেশে ওড়ানো হয়। ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বহু জমির ফসল পুড়ে গেছে। ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

ইসরায়েলের দাবি, বেলুন দিয়ে ক্ষতি করার জবাবে বুধবার রাতে গাজায় হামাসের ঘাঁটি লক্ষ করে হামলা চালায় ইসরায়েলের সেনাবাহিনী। হামাসের ঘাঁটি, মাটির নিচের গুপ্ত দপ্তর এবং অবজারভেটরি টাওয়ার ধ্বংস করা হয়েছে। ইসরায়েল যে আক্রমণ করেছে, তা স্বীকার করে নিয়েছে হামাস।

ইসরায়েলের সেনাবাহিনীর দাবি, বেলুন সন্ত্রাস শুরু করেছে হামাস। এর আগেও এ ধরনের ঘটনা ঘটিয়েছে তারা। এর জবাবে বুধবার রাতে হামলা চালানো হয়েছে গাজায়। তবে সাধারণ মানুষের কোনো ক্ষতি হয়নি।

সূত্র : আল-জাজিরা

বৈশাখী নিউজবিসি

Share Now

এই বিভাগের আরও খবর