বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জরুরি সংবাদ সম্মেলন

আপডেট: October 21, 2024 |
inbound4602015004239526001
print news

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গত ১৫-১৭ জুলাই পর্যন্ত সংগঠিত বর্বরোচিত হামলায় অংশগ্রহণকারী এবং নেতৃত্ব দানকারীদের তথ্যপ্রমাণ তুলে ধরা হবে বলে জানানো হয়েছে।

 

সোমবার (২১ অক্টোবর) দুপুর ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল্লাহ সালেহীন অয়ন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদ সম্মেলনে ১৫-১৭ জুলাই পর্যন্ত সংগঠিত বর্বরোচিত হামলার ঘটনা সম্পর্কিত তথ্য প্রমাণ আহ্বান এবং মামলার বিষয়ে কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে।

যার মধ্য দিয়ে এই বর্বরোচিত হামলার জড়িত প্রতিটি সন্ত্রাসী এবং হুকুমদাতাদের বিচার নিশ্চিত করা হবে।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত ১ জুলাই থেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর ব্যানারে শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচি পালন করতে থাকেন।

এর মধ্যে ১৫ জুলাই আন্দোলনকারীরা সমাবেশ করার জন্য টিএসসি এলাকায় জড়ো হয়ে স্লোগান দেন। পরে তারা অন্য শিক্ষার্থীদেরকে আনতে হল পাড়ায় গেলে সেখানে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ বাধে।

এতে কয়েকশ শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় ১৬ ও ১৭ জুলাই শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়।

Share Now

এই বিভাগের আরও খবর