বগুড়ায় বিদ্যুতের অ্যানালগ মিটার প্রতিস্থাপনের দাবিতে মানববন্ধন

আপডেট: October 18, 2024 |
inbound5226286076534468154
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় বিদ্যুতের ডিজিটাল প্রি-প্রইড মিটার অপসরণ করে অবিলম্বে অ্যানালক পোস্ট পেইড মিটার প্রতিস্হাপনের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির অধীনে নর্দান ইলেকট্রনিক সাপ্লাই কোম্পানির(নেসকো) গ্রাহকরা।

তার এ সময় বিদ্যুতের ডিজিটাল প্রি-প্রেইড মিটারে নানা কারসাজির মাধ্যমে গ্রাহকের পকেট কাটার অভিযোগ করেন।

১৭ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে কয়েকশ গ্রাহক বগুড়া শহরের সাতমাথায় ব্যানারসহ সমবেত হয়ে বিদ্যুৎ বিভাগের নানা হয়রানি ও মিটার কারসাজির মাধ্যমে গ্রাহকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেন।

“বগুড়ার সচেতন নাগরিক সমাজের-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। মিছিলটি সাতমাথাসহ বগুড়া শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।পরে সাতমাথায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

সেখানে আয়োজকেরা ডিজিটাল প্রি-প্রেইড মিটারের মাধ্যমে নানা কারসাজির অভিযোগ তুলে অবিলম্বে অ্যানালক পোস্ট পেইড মিটার প্রতিস্হাপনের দাবি জানান।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন-বগুড়া সচেতন নাগরিক সমাজের সংগঠক মোঃ কামরুল হাসান,মোছাঃ মুক্তি বেগম,মোঃ মামুন হোসেন,মোঃ শফিকুল ইসলাম শফিকসহ প্রমূখ

Share Now

এই বিভাগের আরও খবর