সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম কারাগারে

আপডেট: October 15, 2024 |
inbound2907717514711935296
print news

বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে রাজধানীর উত্তরায় শিক্ষার্থী ওমর নুরুল আবসার হত্যা মামলায় নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জাহাংগীর আলমকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত এ আদেশ দেন।

মামলার এজহার থেকে জানা যায়, গত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় উত্তরার জসিমউদ্দীন রোডের আরকে টাওয়ারের সামনে ছাত্র-জনতার মিছিলে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বাংলাদেশ এয়ারলাইন্স লি. বিএটিটির শিক্ষার্থী ওমর নুরুল আবসার।

এ ঘটনায় গত ৩১ আগষ্ট উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত ওমরের মা রুবি আক্তার।

এর আগে গত ১ অক্টোবর মো. জাহাংগীর আলমকে গুলশান থেকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা বিভাগের একটি দল। তার পূর্বে গত ১৪ আগস্ট সচিব মো. জাহাংগীরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

তিনি চলতি বছরের ৭ জানুয়ারি বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্বাচন কমিশন সচিবের দায়িত্ব পালন করেছিলেন। এরই মধ্যে বিভিন্ন মামালায় কয়েক দফা রিমান্ড ভোগ করেছেন সাবেক এই আমলা।

Share Now

এই বিভাগের আরও খবর