বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজি চালক নিহত

আপডেট: October 12, 2024 |
inbound4943611791262850978
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে দ্রুতগামী বাসের চাকায় পিষ্ট হয়ে মজনু নামে এক সিএনজি চালক ঘটনা স্হলেই নিহত হয়েছে।

১২ অক্টোবর (শনিবার) বেলা পৌণে ১২ টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার নয়মাইল এলাকায় ঢাকা- বগুড়া মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে।

দূঘটনায় নিহত সিএনজি চালক বগুড়ার শেরপুর উপজেলাধীন সুপ্তচর এলাকার বাসিন্দা। এ সব তথ্য নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে পুলিশের উপ- পরদর্শক আল-আমিন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে শেরপুর হাইওয়ে পুলিশের এই উপ-পরিদর্শক জানান,মজনু তার সিএনজি নিয়ে বগুড়া শহর থেকে একাই শেরপুরের দিকে যাচ্ছিলেন।

পথিমধ্যে নয়মাইল এলাকায় রাস্তার উপরে থাকা একটি বড় পাথরের সাথে ধাক্কা লেগে তাঁর সিএনজিটি উল্টে যায় এবং,তিনি ছিটকে পড়ে যান।

পরে পিছনে থাকা বগুড়ার দিক থেকে আসা একটি দ্রুতগামী বাস তাকে চাপা দিয়ে চলে যায়।এতে ঘটনা স্হলেই তিনি মারা যান।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান,দুর্ঘটনার খবর সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘাতক বাসটি পালিয়ে যাওয়ায আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share Now

এই বিভাগের আরও খবর