আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জয়পুরহাটে র‍্যালী আলোচনা সভা 

আপডেট: October 11, 2024 |
inbound2436119362456512326
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ “আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই স্লোগান নিয়ে জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ভূমিকম্প অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টায় ডিসি অফিসে চত্বর থেকে একটি র‍্যালী বের  হয়ে সাকিট হাউজ মাঠে এসে শেষ হয়। পরে সেখানে  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জয়পুরহাট ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর।

এ সময় আরোও বক্তব্য দেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জয়পুরহাট এর উপ সহকারী পরিচালক শরীফুল ইসলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন  কর্মকর্তা আব্দুল করিম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, চেম্বারের পরিচালক এম এ করিম, ব্র্যাক জেলা সমন্বয়ক আরিফুল ইসলামসহ বিভিন্ন এনজির কর্মকর্তা শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে সার্কিট হাউস  মাঠে দুর্যোগ আসলে কিভাবে মোকাবেলা করা যায় সে বিষয়ে ও ভূমিকম্প অগ্নিকাণ্ড বিষয়ক একটি  মহড়া অনুষ্ঠিত হয়।

Share Now

এই বিভাগের আরও খবর