জয়পুরহাটের কালাইয়ে ব্র্যাকের গ্রাজুয়েট সিরিমনি অনুষ্ঠিত

আপডেট: October 7, 2024 |
inbound5468592849078465195
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের কালাই উপজেলা ব্র্যাকের আয়োজনে বাল্য বিয়ে মুক্ত স্বপ্নসারথি সদস্যদের নিয়ে গ্রাজুয়েট সিরিমনি অনুষ্ঠিত হয়েছে।

“পার করেছি আঠারো, পেরিয়ে যাবো পাহাড়ও” এই স্লোগান কে সামনে রেখে  জয়পুরহাট জেলার কালাই উপজেলায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় আঠারো বছর উত্তীর্ণ স্বপ্নসারথি কিশোরীদের কর্মসূচির পক্ষ থেকে সনদপত্র,শুভেচ্ছা উপহার ও ফুল দিয়ে সন্মাননা প্রদান করা হয়েছে।

ব্র্যাক জেলা সমন্বয়ক আরিফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান।

বিশেষ অতিথির বক্তব্য দেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনের সুরক্ষা কমসূচির জেলা ব্যবস্থাপক কায়েম উদ্দিন, উপজেলা লিগেল অফিসার খাদিজা বেগম।

অভিভাবক সদস্য, সজাগ দলের সদস্য সহ স্বপসারথি ও গ্রাজুয়েট স্বপ্নসারথি কিশোরী সদস্য বৃন্দ।

Share Now

এই বিভাগের আরও খবর