দাদাসাহেব ফালকে পুরস্কার পেতে যাচ্ছেন মিঠুন চক্রবর্তী

আপডেট: September 30, 2024 |

ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মিঠুন চক্রবর্তী। সোমবার (৩০ সেপ্টেম্বর) ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এ ঘোষণা করেছেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটে) একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি লেখেন, ‘মিঠুনদার অসাধারণ সিনেমাটিক জার্নি প্রজন্মকে অনুপ্রাণিত করে। দাদাসাহেব ফালকে জুরি কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তীকে ভারতীয় চলচ্চিত্রে আইকনিক অবদানের জন্য পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে। এই ঘোষণা করতে পেরে সম্মনিত বোধ করছি।’
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে মিঠুন চক্রবর্তী বলেন, ‘এই অনুভূতি প্রকাশের কোনো ভাষা আমার জানা নেই। এই আনন্দে আমি হাসতেও পারছি না কাঁদতেও পারছি না।’
জীবনের সংগ্রামের স্মৃতিচারণ করে মিঠুন চক্রবর্তী বলেন, ‘আমি কলকাতার গলি থেকে এসেছি, আমি ফুটপাত থেকে উঠে এসেছি। এরকম একটি জায়গা থেকে উঠে আসা ছেলে এই সম্মান পাচ্ছে। আমি এটা কল্পনাও করিনি। সত্যি, আমি খুবই আনন্দিত। আমার পরিবার ও বিশ্বে ছড়িয়ে থাকা ভক্তদের এই সম্মান উৎসর্গ করছি।’
ইন্ডিয়া টুডে জানিয়েছে, আগামী ৮ অক্টোবর ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হবে। এদিন, মিঠুন চক্রবর্তীর হাতে দাদাসাহেব ফালকে পুরস্কার তুলে দেওয়া হবে।
১৯৭৬ সালে ‘মৃগয়া’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন মিঠুন চক্রবর্তী। এ সিনেমা তাকে রাতারাতি তারকা খ্যাতি এনে দেয়। এ সিনেমায় অভিনয় করে সেরা অভিনেতা হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ধারাবাহিকভাবে উপহার দিতে থাকেন হিট সিনেমা। ভক্তদের কাছ ‘মহাগুরু’ হিসেবে পরিচিতি লাভ করেন মিঠুন

Share Now

এই বিভাগের আরও খবর