সাগর-রুনি হত্যার রহস্য স্বল্প সময়ের মধ্যে উন্মোচন হবে

আপডেট: September 29, 2024 |

সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যার রহস্য স্বল্প সময়ের মধ্যে উন্মোচন হবে বলে আশা প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির।

আলোচিত এ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১১১ বার পিছিয়ে আগামী ১৫ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

রোববার (২৯ সেপ্টেম্বর) সাগর-রুনি হত্যা মামলায় মনিরকে আইনজীবী হিসেবে নিয়োগ করেন বাদীপক্ষ। এরপর শিশির মনির এ আশা প্রকাশ করেন।

তিনি বলেন, সাগর-রুনি হত্যার সব ক্লু ধরে পুনরায় তদন্ত চাইবো। এ বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দিয়ে তদন্ত করাতে চাই।

এদিকে আলোচিত এ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১১১ বার পিছিয়েছে। সবশেষ ৯ সেপ্টেম্বর আদালত এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে আগামী ১৫ অক্টোবর দিন ধার্য করেছেন।

মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৯ সেপ্টেম্বর দিন ধার্য ছিল। কিন্তু ওই দিন মামলার তদন্ত সংস্থা র‌্যাব প্রতিবেদন দাখিল করেনি। এজন্য ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করেন।

মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আসামি আট জন। তারা হলেন- সাংবাদিক দম্পতির বাড়ির নিরাপত্তাকর্মী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুন, পলাশ রুদ্র পাল, তানভীর রহমান ও আবু সাঈদ।

প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি ভাড়া বাসায় খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর