হাতীবান্ধায় প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

আপডেট: September 26, 2024 |

রেজাউল ইসলাম, হাতীবান্ধা প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় প্রাথমিক শিক্ষকদের এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য মানববন্ধন কর্মসূচিতে ২ শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অংশগ্রহণ করেন।

ঘন্টাব্যাপি এই মানববন্ধনে শিক্ষকরা অবিলম্বে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানান।

শিক্ষক প্রতিনিধির মধ্যে বক্তব্য উপস্থাপন করেন আরিফ বিল্লাহ, জিয়াউর রহমান জিয়া, গোলাম রব্বানী, প্রধান শিক্ষক মাসুদা আক্তার কল্পনা প্রমুখ।

এসময় বক্তারা বলেন ১০ ম গ্রেড আমাদের ন্যায্য দাবি যেখানে আমাদের টিফিন ভাতা দেয়া হয় দৈনিক সাড়ে ৬ টাকা সেখানে বাজারে এক কাপ চায়ের মূল্য ১০ টাকা।

প্রধান শিক্ষক মাসুদা আক্তার কল্পনা একাত্মতা প্রকাশ করে বলেন ” প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স শেষ করে শিক্ষকতা করছেন তারা যদি ১০ ম গ্রেড না পান তা হবে এক ধরনের বৈষম্য, আর এ বৈষম্য শিক্ষকদের মোটেও কাম্য নয়। ”

উল্লেখ্য যে মানববন্ধন শেষে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতিকুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন শিক্ষক প্রতিনিধিরা।

Share Now

এই বিভাগের আরও খবর