আশুলিয়ায় আজও ৫৫ কারখানায় উৎপাদন বন্ধ

আপডেট: September 24, 2024 |

শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তার স্বার্থে আজ সব মিলিয়ে ৫৫টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। তবে গাজীপুরে এখন পর্যন্ত গার্মেন্টস পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শ্রম আইনের ১৩ (১) ধারা অনুযায়ী আশুলিয়া আজ বন্ধ রয়েছে ৪৬টি কারখানা এবং ৯টি কারখানায় দেয়া হয়েছে সাধারণ ছুটি।

শিল্প পুলিশ জানান, এই ৫৫টি বাদে শিল্পাঞ্চলের বাকী সব কারখানাগুলোতে শ্রমিকরা মঙ্গলবার সকাল ৮টা থেকে কর্মস্থলে যোগ দিয়ে উৎপাদন শুরু করে।

আজ এখন পর্যন্ত শিল্পাঞ্চলের কোথাও কোন সংঘর্ষ, সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি বলেও জানিয়েছে শিল্প পুলিশ।

এদিকে, গাজীপুরে তৈরি পোশাক কারখানাযসহ সকল শিল্প প্রতিষ্ঠানের শান্তিপূর্ণভাবে সকাল থেকে দলে দলে কারখানায যোগ দিয়েছেন শ্রমিকরা।

শিল্প মালিক, শ্রমিক সূত্রে জানা গেছে, টানা কয়েকদিন শ্রমিক অসন্তোষ চলেছে গাজীপুরে। গতকাল বিক্ষোভ, সড়ক অবরোধ, কারখানা ভাঙচুরের ঘটনায় কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করা হয়। তবে আজ সকাল থেকে গাজীপুর শিল্পাঞ্চলে শিল্প কারখানাগুলো খোলা রয়েছে।

শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন নারী-পুরুষ শ্রমিকসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

গাজীপুর শিল্প পুলিশের সূত্র মতে, এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শিল্পাঞ্চলের নিরাপত্তায় কাজ করছেন র‌্যাব-পুলিশ ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা।

Share Now

এই বিভাগের আরও খবর