ডিআইইউতে আইকিউএসি’র আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত

আপডেট: September 24, 2024 |

কালাম মুহাম্মদ, ডিআইইউ প্রতিনিধি:  বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) টিচিং এক্সেলেন্স, রিসার্চ অ্যান্ড পাবলিকেশন এবং ইউনিভার্সিটি সার্ভিসেস বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র আয়োজনে পুরাতন ভবনের অডিটোরিয়ামে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

এতে রিসোর্স পার্সন ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা ও ব্যবসায় প্রশাসনের ডিন প্রফেসর ড. আ ন ম মেশকাত উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়টির (বিওটি) চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান (বিওটি) ড. এস কাদির পটোয়ারী, বিওটি সদস্য অ্যাড. শাহেদ কামাল পাটোয়ারী, উপ-উপাচার্য প্রফেসর ড. গণেশ চন্দ্র সাহা, ট্রেজারার প্রফেসর ড. জাহিদুল ইসলাম, প্রফেসর মোঃ সেলিম ভূঁইয়া সহ সকল বিভাগীয় চেয়ারম্যানগণ।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের টিচিং এক্সেলেন্স, রিসার্চ অ্যান্ড পাবলিকেশন এবং ইউনিভার্সিটির বিভিন্ন সার্ভিস নিয়ে আলোচনা করা হয়। এবং বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হয়।

Share Now

এই বিভাগের আরও খবর