বগুড়ায় লুট করা অস্ত্রের সন্ধানে নদীতে তল্লাশি

আপডেট: September 23, 2024 |

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া সদর থানা থেকে গত ৫ আগস্ট লুট হয়ে যাওয়া অস্ত্রের সন্ধানে জাল দিয়ে করতেয়া নদীতে তিন কিলোমিটার জুড়ে তল্লাশি করেছে পুলিশ। তিন ঘন্টার তল্লাশিতে একটি অস্ত্রও উদ্ধার হয়নি।

২৩ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে বগুড়া জেলা শহরের চেলাপাড়া থেকে দক্ষিণে ভাটকান্দি ব্রীজ পর্যন্ত করতোয়া নদীতে লুট করে নিয়া যাওয়া অস্ত্র উদ্ধারে তল্লাশি চালানো হয়।

বগুড়া শহরের নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

থানা সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বিকালে জনরোষ থেকে বাঁচতে বগুড়া সদর থানা পুলিশ সদস্যরা পুলিশ লাইন্সে আশ্রয় নেয়।

থানা অরক্ষিত হয়ে পড়লে বিকেল ৫টার পর জনগণ সদর থানায় মামলা চালিয়ে ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগ করে। থানার অন্যান্য মালামালের সঙ্গে লুট করা হয় ৩৯টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র।

পরিস্হিত স্বাভাবিক হলে উদ্ধার করা হয় ১২ টি অস্ত্র। এখনও ২৭ টি অস্ত্র পাওয়া যায়নি।যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকার পরও খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার হচ্ছেনা।

পুলিশের ধারণা খোয়া যাওয়া অস্ত্র নদীতে ফেলে দেওয়া হতে পারে। একারণে বদীতে তল্লাশি চালানো হয়।

নারুলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক তরিকুল ইসলাম জানান, চেলোপাড়া থেকে এসপি ব্রীজ পর্যন্ত নারুলী ফাঁড়ি এবং,এসপি ব্রীজ থেকে ভাটকান্দি পর্যন্ত বনানী পুলিশ ফাঁড়ির সদস্যদের উপস্থিতিতে জাল দিয়ে নদীতে তল্লাশি করে একটি অস্ত্রও পাওয়া যায়নি।

Share Now

এই বিভাগের আরও খবর