টাকার বিনিময়ে মামলা-মামলা খেলা চলছে, এসব চলবে না: সারজিস

আপডেট: September 17, 2024 |

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেছেন, সরকার পতনের আন্দোলনে প্রাণহানির ঘটনায় যেসব মামলা হচ্ছে, তাকে ‘খেলা’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, টাকা না দিলে আসামি করা হচ্ছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকালে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সারজিস বলেন, এখানে এসেও অভিযোগ পেয়েছি, ‘মামলা-মামলা খেলা’ চলছে। টাকার বিনিময়ে মামলায় নাম দেয়া হয় এবং টাকা দিলে মামলা থেকে নাম কাটা হয়।

সব জায়গায় টাকা দিতে হয়। টাকা ছাড়া কোনো কাজ হয় না। এজন্যই কি এত ছাত্র-জনতা প্রাণ দিয়েছিল? এসব চলবে না, আর করতে দেওয়া হবে না।

দেশে এখন থেকে যা কিছু হবে, তা ছাত্র-জনতার ‘রায়ে’ হবে মন্তব্য করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা বলেন, কোনো ফ্যাসিবাদী শক্তি কিংবা কোনো পরিবারতন্ত্রের রায়ে কিছু হবে না।

সারজিস বলেন, রাষ্ট্র সংস্কার ঘর থেকে শুরু হয়ে জেলায় পৌঁছাবে, জেলা থেকে বিভাগে, বিভাগ থেকে রাষ্ট্রে ছড়িয়ে যাবে। আর তখনই আমরা যেমন দেশ নিয়ে স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন বাস্তবায়ন হবে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে রংপুর বিভাগের ৮ জেলার ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, রণক্ষেত্রে পরিণত হলেও তারা পিছপা হননি। তাদের এই ত্যাগ আমাদের বিজয় এনে দিয়েছে।

সভায় আরও বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর বিভাগের প্রধান সমন্বয়ক আবু সাঈদ মিলন, জেলার সমন্বয়ক ইমরান আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রকিব মাসুদ।

Share Now

এই বিভাগের আরও খবর