ইলিশ চেয়ে অন্তর্বর্তী সরকারের কাছে ভারতীয় ব্যবসায়ীদের চিঠি

আপডেট: September 11, 2024 |

ইলিশ চেয়ে অন্তর্বর্তী সরকারের কাছে চিঠি পাঠিয়েছে ভারত। বর্তমান সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন পত্র পাঠিয়েছে ভারতের মাছ আমদানিকারক সংস্থা ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন।

বুধবার (১১ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই ভারতে বাংলাদেশের ইলিশ যায়। তবে এবার অনিশ্চয়তা দেখা দিয়েছে। এমন অবস্থায় ফিশ ইমপোর্টার অ্যাসোসিয়েশন ইলিশ রপ্তানির জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানিয়েছে।

গত ৫ বছর ধরে বাংলাদেশ থেকে ইলিশ যাচ্ছে ভারতে। তাই প্রতিবারের মত এবারেও রুটিন মাফিক ইলিশ চেয়ে চিঠি পাঠানা হয়েছে বলে জানানো হয়েছে ওই প্রতিবেদনে।

প্রতিবেদনে বলা হয়েছে গত বছরও এক হাজার ৩০০ টন ইলিশ গিয়েছে বাংলাদেশ থেকে। তবে এবার কতটা ইলিশ যাবে, আদৌ যাবে কিনা তা নিয়ে এখনো কোনো নিশ্চয়তা মেলেনি।

প্রতিবেদনে বলা হয়েছে, পদ্মার ইলিশ ওপারে গেলে খুশি হন মৎস্য ব্যবসায়ীরাও। কারণ এই ইলিশ বিক্রি করে লাভ অনেকটাই হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে গোটা বিষয়টিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর