বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভেন্যু হিসাবে লর্ডসের নাম ঘোষণা

আপডেট: September 4, 2024 |

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভেন্যু ও দিনক্ষণ চুড়ান্ত করা হয়েছে। যদিও ভেন্যু হিসেবে লর্ডসের নাম ঘোষণা করা হয়েছিল আগেই। এবার চুড়ান্ত হলো দিনক্ষণও। মঙ্গলবার ফাইনালের সূচি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে,২০২৫ সালের ১১ থেকে ১৫ জুন লর্ডসে হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে ১৬ জুন।টেস্ট চ্যাম্পিয়নশিপের এটি তৃতীয় আসর। এর আগে দুটি ফাইনাল হয় সাউদাম্পটনের রোজ বোল স্টেডিয়ামে ও লন্ডনেরমাঠ ওভালে।যদিও প্রথম ফাইনালই হওয়ার কথা ছিল লর্ডসে। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে বায়ো বাবলের সুবিধার্থে বেছে নেওয়া হয় রোজ বোল ভেন্যু। তবে এবার হতে যাচ্ছে ক্রিকেটের ‘মক্কা’ খ্যাত লর্ডসে।২০২১ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড।২০২৩ সালে শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। দুইবারই হেরে হতাশা সঙ্গী হয়েছিল ভারতের।
টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে ভারত। ৯ ম্যাচ খেলে শতকরা ৬৮.৫২ ভাগ পয়েন্ট অর্জন করেছে তারা। দুইয়ে থাকা অস্ট্রেলিয়া ১২ ম্যাচ খেলে পেয়েছে ৬২.৫০ শতাংশ পয়েন্ট।ফাইনালে ওঠার লড়াইয়ে এই দুই দল রয়েছে এগিয়ে। তিনে আছে নিউজিল্যান্ড ৬ ম্যাচে ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে। পাকিস্তানের মাটিতে ২-০ ব্যবধানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতে বড় লাফ দিয়েছে বাংলাদেশ। তারা উঠে এসেছে পয়েন্ট তালিকার চার নম্বরে।

Share Now

এই বিভাগের আরও খবর