আগামীকাল ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ

আপডেট: September 4, 2024 |

ভুটানের বিপক্ষে সর্বশেষ চার ম্যাচই জিতেছে বাংলাদেশ। এবারও সেই ধারা অব্যাহত রাখতে চান জামাল ভূঁইয়া-তপু বর্মণরা। সেই লক্ষ্য নিয়েই আগামীকাল ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।ভুটান সফরে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ।আগামীকাল চাংলিমিথাং স্টেডিয়ামে প্রথম ম্যাচ খেলতে নামার আগে তাই জয়ের ব্যাপারে আশাবাদী কোচ হাভিয়ের কাবরেরা। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশি কোচ বলেছেন, ‘নিশ্চিতভাবেই এখানে আমরা দুটো ম্যাচ জয়ের জন্য এসেছি। তবে আমাদের আগামী বছরের প্রতিযোগিতাগুলোর জন্য সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরের উইন্ডো গুরুত্বপূর্ণ। কেননা অফিশিয়াল টুর্নামেন্টগুলোই মূল, যেগুলো আগামী মার্চে শুরু হবে এবং এ কারণে ভুটানের বিপক্ষে এই ম্যাচগুলোসহ বাকি দুই উইন্ডোকে প্রাধান্য দিচ্ছি। যাতে করে আমরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারি।’
ভুটানের খেলোয়াড়ের ম্যাচের মধ্যে থাকলেও বাংলাদেশের সেই সুযোগ হয়নি। গত তিন মাস বাংলাদেশ কোনো ম্যাচ খেলেনি। সঙ্গে সমুদ্রপৃষ্ঠ থেকে মাঠ অনেক উচ্চতায় হওয়ায় একটু চ্যালেঞ্জের কথা জানিয়েছেন কাবরেরা।স্প্যানিশ কোচ বলেছেন, ‘আমরা জানি, আমাদের সামনে কিছু চ্যালেঞ্জ আছে। ভুটানের খেলোয়াড়দের মতো আমরা মৌসুমের মাঝামাঝি সময়ে নেই, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতার সঙ্গে মানিয়ে নিতেও আমাদের সময় লেগেছে, কিন্তু, আগামী মার্চে যেটা আসছে, পরের বছরের সাফ চ্যাম্পিয়নশিপ রয়েছে, এগুলোর জন্য এই উইন্ডো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। খুবই চ্যালেঞ্জিং ম্যাচ অপেক্ষা করছে আমাদের জন্য।’ভুটানের বিপক্ষে ম্যাচ দুটিকে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করছেন অধিনায়ক জামালও। বাংলাদেশি অধিনায়ক বলেছেন, ‘আমার ধারণা, দুটি ম্যাচই ভীষণ কঠিন হবে।কেননা আমরা তিন মাস কোনো ম্যাচ খেলি না। আমরা ক্যাম্প করেছি, কিন্তু ভুটানের প্লেয়ারদের মতো একই পর্যায়ে নেই। আমার প্রত্যাশা দুটি কঠিন এবং দারুণ ম্যাচ হবে।’
তবে ভুটানের বিপক্ষে মাঠে নামতে মুখিয়ে আছেন বলেও জানিয়েছেন জামাল। তিনি বলেছেন, ‘আমি মনে করি, সবাই প্রস্তুত। অবশ্যই আমাদের আরো বেশি ম্যাচ ফিটনেস প্রয়োজন, কিন্তু আমরা ভালো ক্যাম্প করেছি, ভালো প্র্যাকটিস সেশন করেছি, আমি মনে করি, সব মিলিয়ে ভুটানের মুখোমুখি হতে আমরা প্রস্তুত।’

Share Now

এই বিভাগের আরও খবর