শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ ১৫ সদস্যের নারী দল

আপডেট: September 1, 2024 |

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ নারী দল নামে ‘এ’ হলেও আসলে জাতীয় দল যাচ্ছে। আজ ১৫ সদস্যের দল ঘোষণায় তেমনটাই দেখা গেছে। অবশ্য ‘এ’ দলের মোড়কে যে জাতীয় দল লঙ্কা সফরে যাবে তা আগেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন বিসিবির নারী ক্রিকেটের প্রধান হাবিবুল বাশার।
আজ দল ঘোষণায় হাবিবুল বাশারের কথার প্রতিফলনই হয়েছে।
শ্রীলঙ্কার বিপক্ষে ২ ওয়ানডে ও ৫ টি-টোয়েন্টির স্কোয়াডে নারী জাতীয় দলের ক্রিকেটাররাই জায়গা পেয়েছেন। নিয়মিত খেলোয়াড়দের মধ্যে শুধু নেই অলরাউন্ডার রুমানা আহমেদ। বাকি নিগার সুলতানা জ্যেতিসহ জাহানারা আলমরা দলে আছেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই এই সিরিজে জাতীয় দলের খেলোয়াড়দের শ্রীলঙ্কা সফরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
বিশ্বকাপের প্রস্তুতি সাড়ার মঞ্চ হলেও দলকে নেতৃত্ব দেবেন স্পিনার রাবেয়া খাতুন। জাতীয় দলের অধিনায়ক জ্যোতি এই সিরিজে একজন উইকেটরক্ষক ব্যাটার হিসেবে খেলবেন।
সবশেষ ঢাকা প্রিমিয়ার ডিভিশন উইমেন’স লিগে ভালো খেলার পুরস্কার পেয়েছেন তাজ নেহা। ৮ ম্যাচে ২৩৪ রান করেছিলেন খেলাঘর সমাজ কল্যাণ সমিতির এই ব্যাটার।
অন্যদিকে অসুস্থতার কারণে জাতীয় দলের বাইরে থাকা শামিমা সুলতানাও আছেন এবারের সফরের। সঙ্গে ‘এ’ দলে সুযোগ পেয়েছেন সোবহানা মোস্তারি ও ফাহিমা খাতুনও।
শ্রীলঙ্কা সফরের সব ম্যাচ কলম্বোয় হবে। আগামী ৮ সেপ্টেম্বর ওয়ানডে দিয়ে সফর শুরু করবেন রাবেয়া-জ্যোতিরা। দ্বিতীয় ওয়ানডে ১০ সেপ্টেম্বর।
আর ১২ সেপ্টেম্বর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের শেষ ও পঞ্চম ম্যাচ হবে ১৯ সেপ্টেম্বর।
বাংলাদেশ নারী ‘এ’ দল-
রাবেয়া খান (অধিনায়ক), মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, সোবহানা মোস্তারি, রিতু মনি, নাহিদা আক্তার, নিগার সুলতানা জ্যোতি, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার, সাবিকুন নাহার জেসমিন, শামিমা সুলতানা।

Share Now

এই বিভাগের আরও খবর