জয়পুরহাটে বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

আপডেট: September 1, 2024 |

জয়পুরহাট প্রতিনিধিঃ নানা কর্মসূচির মধ্য দিয়ে জয়পুরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রোববার (১ সেপ্টেম্বর) সকাল ৮টায় স্টেশন রোডস্থ বিএনপির কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলীয় নেতাকর্মীরা। পরে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন  রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম  ওবায়দুর রহমান চন্দন।

বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, সদর উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. হেনা কবির, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিন, যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান,  মহিলা দলের সভাপতি রুলি বেগম, সাধারণ সম্পাদক জাহেদা কামাল, শহর বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডঃ এ টি এম মিজানুর রহমান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিএনপি’র কার্যক্রম প্রকাশ্যে পালন করতে দেয়নি ফ্যাসিবাদী সরকার।

প্রকাশ্যে বিএনপি’র দলীয় কর্মকান্ডে অংশ নিতে পারায় উজ্জিবিত নেতা-কর্মীরা। যদি কেউ বিএনপি’র নাম ভাঙ্গিয়ে অথবা কোন বিএনপি’র নেতাকর্মী চাঁদাবাজী বা কোন নিরীহ মানুষকে হয়রানীসহ কোন ধরনের অপতৎপরতায় জড়িত থাকে তাদেরকে আইন-শৃংখলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহবান জানান বক্তারা।

দেশের দক্ষিণাঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি জানিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি সংক্ষিপ্ত ভাবে পালন করার সিদ্ধান্ত নেয় বিএনপি ।

কর্মসূচিতে জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমানসহ সকল শহীদদের স্মরনে দোয়া করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর