বিপ্লবীদের নিয়ে অন্তর্বতীকালীন সরকার চান : হাফিজ

আপডেট: August 25, 2024 |

বিতর্কিতদের বাদ দিয়ে বিপ্লবীদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার চান বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ।

রোববার বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণের পর সাংবাদিকদের কাছে এই কথা জানান তিনি।

হাফিজ উদ্দিন বলেন, আগস্ট বিপ্লবের লক্ষ্য পূরণের জন্য আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সাহায্য-সহযোগিতা দেব।

কিন্তু তাদেরকে বিপ্লবের মর্মবাণী উপলব্ধি করতে হবে। যারা বিপ্লবে অংশগ্রহণ করেছে তাদেরকে নিয়ে আপনারা সরকার পরিচালনা করুন।

‘অনতিবিলম্বে বিতর্কিত ব্যক্তিদেরকে সরিয়ে প্রয়োজন হলে উপদেষ্টা পরিষদে আরও ছাত্রদেরকে নেন। যারা বিপ্লবে অংশগ্রহণ করেছে তাদেরকে নেন।

আমাদের বুদ্ধিজীবীদের প্রয়োজন নেই, যারা তাকিয়ে তাকিয়ে দেখে, দুঃসময়ে চুপ থাকে আর বিজয়ের পরে এসে ক্যামেরার সামনে দাঁড়ায় ওই ধরনের বুদ্ধিজীবীদের আমাদের প্রয়োজন নেই।

সুতরাং এই অবস্থার অবসান চাই। প্রকৃত বিপ্লবীদেরকে নিয়ে এই সরকার গঠিত হোক সেটাই আমরা কামনা করি।’

হাফিজ উদ্দিন বলেন, ২০ দিন অতিবাহিত হয়েছে এখন পর্যন্ত মনে হয় না বিপ্লবীদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে।

কেবল মাত্র আসিফ নজরুল ছাড়া এই বিপ্লবে সরাসরি অংশগ্রহণ করতে কাউকে দেখিনি। আমি সরকারের উদ্দেশ্যে বলতে চাই, এটি কোনো এনজিও সরকার নয়, বাংলাদেশের জনগণের সরকার।

যারা ১৬ বছর ধরে বাংলাদেশের মানুষের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়েছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে।

সেনানিবাসে আশ্রয় নেয়াদের তালিকা প্রকাশের দাবি করে হাফিজ বলেন, আমরা লক্ষ্য করেছি বিপ্লবের কয়েকদিন পরে একটি অতিবিপ্লব সংঘটিত করার চেষ্টা করা হয়েছে যাতে মদদ দিয়েছে কয়েকজন বিচারপতি এবং গোপালগঞ্জে কিছু প্রতিবেশী রাষ্ট্রের মদদপুষ্ট সন্ত্রাসী দল।

কিভাবে তারা এই সাহস দেখায়? তারা সেনাবাহিনীর গাড়ি পুড়িয়ে দিয়েছে, সেনাবাহিনীকে হত্যা করার চেষ্টা করা হয়েছে আমরা তাদের দৃষ্টান্তুমূলক শাস্তি দেখতে চাই, আমরা এই বিপ্লবের সফল পরিণতি দেখতে চাই।

Share Now

এই বিভাগের আরও খবর