বন্যাদুর্গত এলাকায় উদ্ধারকাজ ও ত্রাণ দিতে টিম পাঠাচ্ছে ছাত্রদল

আপডেট: August 23, 2024 |

বন্যাদুর্গত মানুষকে উদ্ধার, জানমালের নিরাপত্তা ও ত্রাণ সাহায্য বিতরণে ২০ সদস্যের টিম গঠন করেছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

শুক্রবার থেকে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ ২০ সদস্যের (সহ-সভাপতি, যুগ্ম-সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক) একটি কেন্দ্রীয় টিম ফেনী, নোয়াখালী ও কুমিল্লা জেলায় কাজ করবে।

একইসাথে কেন্দ্রীয় সংসদের পাঁচ সদস্যের চারটি টিম বন্যাদুর্গত জেলাগুলোতে কাজ করবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় টিমগুলো গঠিত হয় বলে জানানো হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সকল টিম সদস্যকে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছে।

 

Share Now

এই বিভাগের আরও খবর