মান্দায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে চেয়ারম্যানের পদত্যাগ

আপডেট: August 22, 2024 |

আকতারুজ্জামান নাইম, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার ৩নং পরানপুর ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান উজ্জ্বল ছাত্র আন্দোলনের তোপের মুখে পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার সকালে পরানপুর ইউনিয়ন পরিষদের অফিস কক্ষে তিনি পদত্যাগ করেন। পরে গ্রাম পুলিশের সহায়তায় পদত্যাগ পত্র উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অফিস বরাবর পৌঁছে দেয়।

ইউপি চেয়ারম্যানের পদত্যাগের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নওগাঁ জেলার সমন্বয়কদের উপস্থিতি দেখে স্থানীয় শতশত আমজনতা, ছাত্র, শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পরিষদ চত্বরে জমায়েত হয়।

এসময় উপস্থিত জনতা পদত্যাগের জন্য শ্লোগান দিতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে চেয়ারম্যানকে নিরাপত্তা দিয়ে ইউএনও অফিসে নিয়ে আসেন। এসময় ইউএনও ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান উজ্জ্বলকে পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি পদত্যাগের কথা স্বীকার করেন।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু বলেন, চেয়ারম্যান সাহেবের পদত্যাগ পত্র পেয়েছি। নিয়মানুযায়ী পদত্যাগ পত্র জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হবে।

Share Now

এই বিভাগের আরও খবর