জয়পুরহাটে ৮০ জন দুস্থ নারী শ্রমিকের মাঝে এলজিইডির চেক বিতরণ

আপডেট: August 20, 2024 |

জয়পুরহাট প্রতিনিধিঃ এলজিইডির “পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচী” RERMP-3 এর আওতায়  পাঁচবিবি উপজেলার ৮০ জন দুস্থ নারী শ্রমিকদের মাঝে তাদের চার বছরের সঞ্চয়কৃত অর্থের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার  সকালে পাঁচবিবি উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা এলজিইডি কর্তৃক আয়োজনে এই চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে  পাঁচবিবি উপজেলা প্রকৌশলী(অতিরিক্ত দায়িত্ব)  শামিন শারার ফুয়াদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী আলাউদ্দিন হোসেন।

অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন  সহকারী প্রকৌশলী  তানজিম আহমেদ, এটিও মহসিন আলীসহ সংশ্লিষ্ট উপকারভোগীগন।

উক্ত প্রকল্পের মাধ্যমে ৮০ জন নারী শ্রমিককে আনুমানিক ১ লক্ষ ২০ হাজার টাকা  করে মোট প্রায় ১ কোটি বিশ লক্ষ টাকা প্রদান করা হয় ।

Share Now

এই বিভাগের আরও খবর