জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রস্তাব স্থগিতের সিদ্ধান্ত

আপডেট: August 19, 2024 |

বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধির বিশেষ বিধান আইনের অধীন চলমান সকল কার্যক্রম বন্ধ থাকবে। রবিবার সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ (সংশোধিত ২০২১) প্রয়োগের কারণে এ খাতে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। এতে সাধারণ মানুষের মনে বিভিন্ন প্রশ্ন উঠতে পারে। এই অবস্থায় আইনটির অধীনে দেশে চলমান সব নেগোসিয়েশন, প্রকল্প বাছাই/প্রক্রিয়াকরণ এবং ক্রয় প্রক্রিয়াকরণ কার্যক্রম আপাতত বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এই আইনের অধীন এরই মধ্যে সম্পাদিত চুক্তির আওতায় গৃহীত সকল কার্যক্রম অব্যাহত থাকবে। এ বিষয়ে অন্তবর্তী সরকারের উপদেষ্টা পরিষদকে অবহিত করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে পাঠানো আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে জ্বালানির মূল্য বৃদ্ধির প্রস্তাব বিবেচনা স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) আইন, ২০২৩-এর ৩৪ক ধারার আওতায় সরকার কর্তৃক জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। ভবিষ্যতেও তা হতে পারে। এই অবস্থায় উক্ত ধারার অধীনে মূল্যবৃদ্ধির প্রস্তাব বিবেচনা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর