২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের চূড়ান্ত তালিকা দেয়া হবে: নাহিদ ইসলাম

আপডেট: August 7, 2024 |

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ড. মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের চূড়ান্ত তালিকা দেয়া হবে। এমন তথ্য জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (৬ আগস্ট) রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ১৩ সমন্বয়কের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি। বৈঠকে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘ড. মোহাম্মদ ইউনূসকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সিদ্ধান্ত নিলেও এই সরকারে অন্য কারও নাম এখনও চূড়ান্ত হয়নি। আমরা ১০ থেকে ১৫ জনের নাম প্রস্তাব করেছি। সবার সঙ্গে আলোচনা করে এই সরকার গঠন করা হবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক বলেন, বৈঠকে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিলাম। মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়ে বলেছেন, তাকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর