দ্রুততম সময়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান বিএনপির

আপডেট: August 6, 2024 |

অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানিয়েছেন বিএনপি।

মঙ্গলবার (৬ আগস্ট) বেলা পৌনে ১২ টার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আহ্বান জানান।

বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে তিনি ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেছেন। দেশে এখন কোন সরকার নেই।

তাই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অনুরোধ করবো অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের। অন্যথায় দেশের রাজনৈতিক শূন্যতা দেখা দিতে পারে।

বেগম খালেদা জিয়া কবে রাজনীতির মাঠে আসবেন সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ। তিনি যখন সুস্থতা বোধ করবেন তখনই তিনি রাজনীতির মাঠে আসবেন।

আরো প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, বিএনপির ভারপ্রাপ্ত প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমরা অনুরোধ করেছি তিনি যেন দ্রুত দেশে ফিরে আসেন। সবকিছু ঠিকঠাক করে তিনি চলে আসবেন।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মিজা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর