শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন বগুড়ার পাঁচ গুণী শিল্পী

আপডেট: June 28, 2024 |

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ সাংস্কৃতির ক্ষেত্রে সামগ্রিক ভাবে অবদানের স্বীকৃতিস্বরুপ শিল্পকলা একাডেমি সম্মাননা-২০২৩ পেলেন বগুড়ার পাঁচ গুণী শিল্পী।

বৃহস্পতিবার(২৭ জুন) বিকাল ৩টার দিকে শিল্পকলা একাডেমি বগুড়ার আয়োজনে জেলা প্রশাসক কার্যলয় কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মেজবাউল হক এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি মোঃ মেজবাউল হক বলেন,মহান মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ শিল্প সংস্কৃতি বিকাশে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কাঙ্ক্ষিত লক্ষে এগিয়ে চলেছে।

জঙ্গিবাদ,সন্ত্রাসবাদ ও অপসম্পদায়িক চেতনায় সোনার বাংলা গড়তে সংস্কৃতি বিকাশের কোনো বিকল্প নেই। যারা সম্মাননা পেয়েছেন তাদের কাছে জাতি অনেক কিছু প্রত্যাশা করেন।

জেলা কালচারাল অফিসার শাহাদাৎ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার(পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আব্দুর রশিদ, সম্মিলত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়না,সাধারণ সম্পাদক আবু সঈদ ছিদ্দিকী করতোয়া পত্রিকারা বার্তা স্পাদক প্রদীপ ভট্রাচার্য শংকর।

এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন, বগুড়ার গুণী শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ জেলা শিল্পকলা একাডেমির অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সম্মাননা প্রাপ্ত গুণী শিল্পীরা হলেন-কন্ঠ সংগীতে মোঃ আসাদ হোসেন,নাঢ্যকলায় মোঃআয়নাল হক,লোক সংস্কৃতিতে জগদীশ চন্দ্র দাস, যন্ত্রসংগীতে মোঃ শফিকুল ইসলাম শ্যামল ও নৃত্যকলায় রেবেকা সুলতানা মৌসুমি।

প্রত্যেক গুণী শিল্পীকে ২০ (বিশ) হাজার টাকার চেক,মেডেল,উত্তরীয় ও সনদপত্র প্রদান করা হয়।

সম্মাননা প্রদান শেষে বিকাল ৬ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে শিল্পকলা একাডেমির প্রশিক্ষণার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী, অভিভাবকমন্ডলী, সাহিত্যক, সাংবাদিক, সামাজিক,রাজনৈতিক ব্যক্তিবর্গ,সাংস্কৃতিক কর্মীসহ বগুড়ার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অনুষ্ঠিতরি উপভোগ করেন।

Share Now

এই বিভাগের আরও খবর