কুড়িগ্রাম এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, তিন ঘন্টা ট্রেন চলাচল ব্যাহত

আপডেট: June 27, 2024 |

মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি : প্রায় ৩ ঘন্টা পর উত্তর ব‌ঙ্গের সা‌থে ট্রেন চলাচল স্বাভা‌বিক হ‌য়েছে । স‌ন্ধ্যে সোয়া ৭টার দি‌কে বিকল ট্রেন‌টি বঙ্গবন্ধু হা‌ইটেক রেল‌স্টেশ‌নে নিয়ে আস‌লে ৭ টা ২০‌মি‌নি‌টে উত্তরব‌ঙ্গের দি‌কে ট্রেনচলাচল শুরু হয় ।

ট্রেনযাত্রীরা জানান, ঢাকা-রাজশাহী রেল রো‌টে গাজীপু‌রের কা‌লিয়া‌কৈ‌রের সোনাখালী এলাকায় কুড়িগ্রাম হতে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস (৭৯৮) ট্রেনের ইঞ্জিন বি‌কেল ৪টার দি‌কে বিকল হয়ে যায় ।

এত‌ে উত্তরব‌ঙ্গের সা‌থে ট্রেন চলাচল বন্ধ হ‌য়ে যায় । এ ঘটনায় ঢাকার সাথে উত্তর ও দক্ষিন-পশ্চিমাঞ্চলের রেল চলাচল বন্ধ থাকায় জয়‌দেবপুর জংশন, বঙ্গবন্ধু হাইটেক সি‌টি ও মৌচাক রেলও‌য়ে ষ্টেশনে উত্তরবঙ্গগামী এবং টাঙ্গাইলের মির্জাপু‌রে ঢাকাগামী বেশ ক‌য়েক‌টি ট্রেন আট‌কে থাকায় রেল যাত্রীরা ভোগা‌ন্তি‌তে প‌ড়ে ।

মৌচাক রেলও‌য়ে স্টেশন মাস্টার শাহীনুর রহমান শামীম জানান, ইঞ্জিণ বিকল হওয়া সাম‌য়ি‌কের জন‌্য রেল চলাচল বন্ধ থা‌কে ।

অন‌্য রে‌লের ইঞ্চিণ দি‌য়ে বিকল ট্রেন‌টি কা‌লিয়া‌কৈর বঙ্গবন্ধু হাইটেক সি‌টি স্টেশ‌নে আনা হয় । প‌রে ৭ টা ২০ মি‌নি‌টে ট্রেন চলাচল স্বাভা‌বিক হয় ।

Share Now

এই বিভাগের আরও খবর