সেমিফাইনাল ম্যাচে যারা আম্পায়ারের দায়িত্ব পালন করবেন

আপডেট: June 26, 2024 |

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই সেমিফাইনাল ম্যাচের জন্য ম্যাচ অফিসিয়ালের নাম ঘোষণা করেছে আইসিসি। যেখানে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের মধ্যে প্রথম ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন রিচার্ড ইলিংওয়ার্থ ও নীতীন মেনন। আর ভারত বনাম ইংল্যান্ড এর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারিংয়ের দায়িত্ব থাকবে রড টাকার এবং ক্রিস গ্যাফনির ওপর।ওয়েস্ট ইন্ডিজের ত্রিনিদাদে দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তানের ম্যাচটি বাংলাদেশ সময় ২৭ জুন সকাল সাড়ে ৬টা অনুষ্ঠিত হবে। প্রোটিয়ারা প্রথমবারের মতো আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠতে চাইবে। তবে আফগানিস্তান দলের আত্মবিশ্বাস আকাশচুম্বী, তারা প্রোটিয়াদের এক ইঞ্চিও ছেড়ে দেবেন না।এই ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে থাকবেন রিচার্ড কেটলবোরো এবং চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন এহসান রাজা। প্রথম সেমিফাইনাল ম্যাচে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করতে দেখা যাবে রিচি রিচার্ডসনকে।ক্রিস গ্যাফনি এবং রডনি টাকার ভারত বনাম ইংল্যান্ড ম্যাচে মাঠে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করবেন। এই ম্যাচে তৃতীয় আম্পায়ার হিসাবে টিভির পিছনে থাকবেন জোয়েল উইলসন। একই সঙ্গে গায়ানায় ২৭ জুন রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত এই ম্যাচে চতুর্থ আম্পায়ার হবেন পল রেইফেল। জেফ ক্রো দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন।

Share Now

এই বিভাগের আরও খবর