লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট: June 26, 2024 |

লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-র গুলিতে নুরুল ইসলাম নামে এক বাংলাদেশী নিহত হয়েছে।

বুধবার ভোর রাতে ওই উপজেলার লোহাকুচি সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম লোহাকুচি গ্রামের মৃত মঈনউদ্দীন এর ছেলে।

বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে ৪/৫ জনের একটি বাংলাদেশি গরু পারাপারকারী দল ওই সীমান্তের ৯১৯নং সীমানা পিলার দিয়ে ভারতের ভিতরে প্রবেশ করে।

এ সময় ভারতের কোচবিহার জেলার সিতাই থানার ৭৮ বিএসএফের ওয়েষ্ট চামটা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান নুরুল ইসলাম (৬০)। পরে অন্যরা তার লাশ নিয়ে পালিয়ে আসে। খবর পেয়ে উপজেলার গোড়ল তদন্ত কেন্দ্রের পুলিশ লাশ উদ্ধার করে।

লালমনিরহাট ১৫ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির জানান লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Share Now

এই বিভাগের আরও খবর