জেনে নিন বুধবারের রাশিফল

আপডেট: June 26, 2024 |

মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে।

মেষ: আজ সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে আপনাকে। পরিবারের সঙ্গে কোথাও ভ্রমণ হতে পারে। দুর্ঘটনা থেকে সাবধান থাকুন।

বৃষ: শিক্ষার্থীদের জন্য খুব ভাল খবর অপেক্ষা করছে আজ। অনিচ্ছাকৃত ভাবে কোনও কাজ ফেলে রাখবেন না। আপনার আলোচনায় মানুষ সন্তুষ্ট হবে।

মিথুন: লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন আজ। জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয় করার শুভ দিন। শেয়ারে বাড়তি লগ্নি চিন্তাবৃদ্ধি ঘটাতে পারে আপনার।

কর্কট: আজ শত্রুরা আপনার ক্ষতি করতে সফল হবে না। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে মিটে যাবে। ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছে।

সিংহ: প্রবাসী কারোর বাড়িতে আগমন। ব্যবসায় নতুন কিছু আজ না করাই ভাল হবে। বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন, চুরির ভয় আছে।

কন্যা: সংসারে আর্থিক টানাপড়েন থাকলেও তা মিটে যাবে আজ আপনার। সারাদিন নির্ঝঞ্ঝাটে কাটবে আজ। উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি বজায় থাকবে।

তুলা: মাথাগরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে। পিঠে ব্যথা সমস্যা করবে আপনার জন্য। আজ সারাদিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না।

বৃশ্চিক: বিদ্যার্থীদের জন্য খুব একটা ভাল সময় নয় আজ। স্ত্রীর অতিরিক্ত খরচে সংসারে অশান্তি হতে পারে। বন্ধুদের ব্যবহারে মনে দুঃখ পেতে পারেন।

ধনু: আজ আপনার বাড়িতে নতুন অতিথি আসতে পারে। আজ সব থেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারে।

মকর: আজ টাকা-পয়সা বুঝে খরচ করুন, আপনার জন্য ব্যয়বহুল দিনটি। সংসারে কোনও দায়িত্ব থাকলে তাড়াতাড়ি সেরে ফেলুন। আজ নিয়মিত কাজে বাধা আসতে পারে।

কুম্ভ: আজ স্ত্রী এমন কিছু কাজ করবেন, যা দেখে আপনাকে হতভম্ব হতে হবে। জ্বর-জ্বালায় ভোগান্তির আশঙ্কা আছে আজ।

মীন: আজ নিকট কারোর জন্য আপনার মানসিক পীড়া হতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝঞ্ঝাট আসতে পারে। বেশি কথা বলার ফলে ক্ষতি হতে পারে।

Share Now

এই বিভাগের আরও খবর