আমার দেশের মানুষকে বিশেষভাবে ধন্যবাদ : শাকিব

আপডেট: June 25, 2024 |

শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমা ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সোমবার (২৪ জুন) রাজধানীর স্টার সিনেপ্লেক্সের সনি স্কয়ার শাখায় ‘তুফান’ সিনেমার বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।এদিন দর্শক সারিতে বসে সিনেমাটি দেখেন শাকিব খান, চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, রায়হান রাফীসহ সিনেমার কলাকুশলীরা।এ সময় শাকিব খান বলেন, “আজকে শুধু সিনেমা দেখতে এসেছি। আমি খুব অপেক্ষায় ছিলাম, কখন যাব, কখন সিনেমাটা দেখব। বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, আমার দেশের মানুষকে। ‘তুফান ১০০ কোটি আয় করলে আমার ২৫ কোটি। আর ২০০ কোটি আয় হলে ৫০ কোটি আমার।”

‘তুফান’ সিনেমা দেখে দর্শক প্রতিক্রিয়া চান পরিচালক রায়হান রাফী। তিনি বলেন, ‘সিনেমাটা দেখেন, তারপর যা ভালো লাগে আমাদের বলেন। দো’আ করবেন যেন সামনে আরো ভালো কিছু করতে পারি।’

একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে ‘তুফান’ সিনেমা। যেখানে উঠে এসেছে নব্বই দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনি নিয়েই এগিয়েছে সিনেমাটির গল্প।

Share Now

এই বিভাগের আরও খবর