বাংলাদেশ যেভাবে সেমিফাইনালে যেতে পারে

আপডেট: June 23, 2024 |

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ সুপার এইটে উঠলেও প্রত্যাশামতো পারফরম্যান্স করতে পারছে না। প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যে খাদের কিনারায় চলে গেছে নাজমুল হোসেনের দল। ফিকে হয়ে গেছে সেমিফাইনাল খেলার আশা। তবে কাগজে-কলমে এখনো বেঁচে আছে শেষ চারের স্বপ্ন। কিভাবে? দেখে নেওয়া যাক।

বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে হারতেই ফিকে হয়ে যায় সেমিফাইনাল খেলার আশা। কিন্তু কাগজে-কলমে বাংলাদেশের স্বপ্ন বাঁচিয়ে রাখে আফগানিস্তান। বাংলাদেশের সেমিফাইনাল খেলার প্রথম শর্ত ছিল, অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানকে জিততে হবে। অজিদের ২১ রানে হারিয়ে বাংলাদেশের আশা জিইয়ে রাখলো রশিদ খানের দল।

শেষ চারে খেলতে হলে বাংলাদেশকে এখন দুটি সমীকরণ মেলাতে হবে। প্রথমত, ভারতকে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে হবে। শুধু জিতলেই হবে না, জেতার ব্যবধান হতে হবে কমপক্ষে ৩৫ কিংবা ততোধিক রান। আর সেটা হলে বাংলাদেশের ভাগ্য চলে আসবে নিজেদের হাতে। তখন বাকি কাজটা করতে নাজমুল-সাকিবদের।

দ্বিতীয় কাজটা হলো, আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশকে জিততে হবে। অস্ট্রেলিয়া যদি ভারতের বিপক্ষে ১ রানে হারে, তাদের নেট রান রেট দাঁড়াবে ০.১১৭। সেক্ষেত্রে একটা কঠিন সমীকরণের সামনে দাঁড়াবে বাংলাদেশ।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ যদি প্রথমে ব্যাট করে ২০০ রান করে, বাংলাদেশকে জিততে হবে ৮৫ রান বা এর বেশি ব্যবধানে। তাহলেই কেবল অস্ট্রেলিয়ার নেট রান রেট টপকে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে কোয়ালিফাই করবে বাংলাদেশ।

আর যদি অস্ট্রেলিয়া ভারতকে ১ রানের ব্যবধানেও হারায় আর আফগানিস্তানের কাছে বাংলাদেশ হেরে যায় তাহলেই বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বেজে যাবে লাল-সবুজের দলের। খালি হাতে ফিরতে হবে বিশ্বকাপ থেকে।

Share Now

এই বিভাগের আরও খবর