ইন্দুরকানীতে ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ

আপডেট: June 12, 2024 |
inbound8428700370095219229
print news

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি: “বঙ্গবন্ধুর ক্ষুদ্রঋণ, ঘোচায় দারিদ্র, আনে সুদিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের ইন্দুরকানীতে  ‘উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনায়ন শীর্ষক’ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ প্রশিক্ষণ হল রুমে

উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দিনব্যাপী এ প্রশিক্ষণ  অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আবু বক্কর সিদ্দিকী।

উক্ত প্রশিক্ষণে আলোচনা করেন ইন্দুরকানী থানার ওসি কামরুজ্জামান তালুকদার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিদুল হক।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প ব্যস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম,ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক জে আই লাভলু।

প্রশিক্ষণে মসজিদের ইমাম, শিক্ষক, সাংবাদিক, কৃষক, রাজনৈতিক ব্যক্তি, গৃহিণী সহ মোট ত্রিশ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার আবু বক্কর সিদ্দিকী তার বক্তব্যে বলেন, জীবন মানের আর্থিক উন্নতির জন্য এই ক্ষুদ্র কার্যক্রম। সময়ের সাথে ধীরে ধীরে আমাদের দেশের মানুষের জীবনযাত্রার আমুল পরিবর্তন ঘটছে।

দিন দিন কমছে দারিদ্রতা। মানুষের অর্থনৈতিক উন্নতি হচ্ছে, বাড়ছে আর্থিক সচ্ছলতা। একটি পরিবারের আর্থিক উন্নতির জন্য সঠিক পরিকল্পনা প্রয়োজন। আমাদের আয়ের সাথে সঞ্চয় বাড়াতে হবে। আর সঞ্চয় হচ্ছে ভবিষ্যতের নিরাপত্তা।

তিনি আরো বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সরকার বিভিন্ন ধরনের ভাতা প্রদান করছে। এতে অনেক মানুষ উপকৃত হচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর