গাজীপুরে গৃহহীন পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর

আপডেট: June 11, 2024 |

মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি : আশ্রয়ণ প্রকল্পের পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে আরো সাড়ে ১৮ হাজার ৫৬৬টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ ঘর দেয়া হয়েছে। এর মাধ্যমে দেশের আরো ৭০টি উপজেলা সম্পূর্ণ গৃহহীন মুক্ত হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই ঘর এবং দুই শতাংশ করে জমির দলিল হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।

এরই, ধারাবাহিকতায় গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে সকালে গাজীপুর সদর উপজেলা ভূমিহীনদের গৃহ প্রদান করেন।

গৃহ প্রদান অনুষ্ঠানে গাজীপুর জেলা থাকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক ওয়াহিদ হোসেন, জেলা প্রশাসক সার্বিক মামুনুল করিম , গাজীপুর সদর ভূমি সহকারী কর্মকর্তা রোকসানা খাইরুন্নেছাসহ জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা,মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজে ব্যক্তিবর্গ ভূমিহীন পরিবারের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর