আদিবাসী ও ক্ষুদ্র নীড় জনগোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

আপডেট: June 11, 2024 |

মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে আদিবাসী ও ক্ষুদ্র নীড় জনগোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান,শিক্ষা উপকরণ ও গাজীপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১২৯ জোড়া উঁচু নিচু বেঞ্চ এবং গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিয়ার) কর্মসূচি নির্বাচনী এলাকায় গাজীপুর ৩ এর তৃতীয় পর্যায়ে চেক বিতরণ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসি।

মঙ্গলবার দুপুরে গাজীপুর সদর উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট রীনা পারভিন।

এ সময় আদিবাসী ও ক্ষুদ্র নীড় জনগোষ্ঠী শিক্ষার্থী,গাজীপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেশিক্ষক—শিক্ষিকা ও পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর