সরকারি চাকরিজীবীরা ঈদে টানা ৫ দিনের ছুটি পাবেন

আপডেট: June 9, 2024 |

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামী ১৬ জুন থেকে ১৮ জুন পর্যন্ত তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। তবে ঈদের ছুটির আগে ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি হওয়ায় সরকারি কর্মচারীদের ছুটি শুরু হবে ১৪ জুন থেকে। অর্থ্যাৎ তারা ছুটি কাটাতে পারবেন ১৪ জুন থেকে ১৮ জুন পর্যন্ত।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঈদুল আযহার দিন সাধারণ ছুটি থাকে। আর ঈদের আগের ও পরের দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ভোগ করে থাকেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

অন্যদিকে ঈদুল আযহার ছুটির পর ১৯ জুন থেকে নতুন সময়সূচিতে চলবে সরকারি অফিস। ওই দিন থেকে আগের মতো সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিস করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। ফলে ঈদের ছুটির পর সাপ্তাহিক ৩৫ ঘণ্টার পরিবর্তে ৪০ ঘণ্টায় ফিরছে অফিস সময়।

বর্তমানে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস সময় থাকলেও ঈদের ছুটির পর ১৯ জুন থেকে ৯টা থেকে ৫টা পর্যন্ত অফিস সময় চালু হবে।

Share Now

এই বিভাগের আরও খবর