বগুড়ায় স্বর্ণালংকারসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেপ্তার

আপডেট: June 9, 2024 |

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধনুট উপজেলায় দিনে-দুপুরে ব্যবসায়ীর বাসা থেকে স্বর্ণালংকার
সহ সাড়ে চার লাখ টাকা মালামাল চুরি মামলায় বিপ্লব মন্ডল (৩০) নামের আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

এ সময় তার কাছ থেকে ৫ টি শাড়ী ও স্বর্ণালংকার জব্দ করা হয়।

০৮ জুন (শনিবার) দুপুরের পর তাকে ধনুট থানা থেকে আাদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত আন্তঃজেলা চোর চক্রের সদস্য বিপ্লব মন্ডল বগুড়ার সারিয়াকান্দি উপজেলাধীন চন্দনবাইশা গ্রামের বদি মন্ডলের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ধনুট উপজেলা সদরের কুঠবাড়ি এলাকার ব্যবসায়ী ফারহান ইশতিয়াক সনম গত ২২শে মে সকাল ১১ টার দিকে বাসায় তালা লাগিয়ে পরিবার পরিজনসহ বগুড়া শহরে এক আত্মীয়র বাসায় বেড়াতে যান।

ওই দিন বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে বিপ্লব মন্ডল ও তার সহযোগীরা ওই বাসার তালা ভেঙে ভেরতে প্রবেশ করে।

এরপর বাসা গচ্ছিত নগদ টাকা, শাড়ি, স্বর্ণলংকার, গ্যাসের চুলা ও সিলেন্ডারসহ প্রায় সাড়ে চার লাখ টাকার মালামল চুরি করে নিয়ে যায়।

এ অবস্থায় ৩১শে মে ব্যবসায়ী ফারহান ইশতিয়াক সনম বগুড়া আত্ময়ীর বাসা হতে কুঠিবাড়ি নিজ বাড়িতে ফিরে এসে চুরির বিষয়টি টের পান।

এ ঘটনায় ব্যবসায়ী ফারহান ইশতিয়াক সনম বাদি হয়ে ধনুট থানায় মামলা দায়ের করেন। তবে উক্ত মামলায় কোনো আসামীর নাম উল্লেখ করেন নাই।

ধনুট থানার অফিসার ইনচার্জ(ওসি) সৈকত হাসানের নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, তথ্যপ্রযুক্তির মাধ্যমে ব্যবসায়ী ফারহান ইশতিয়াক সনম এর বাসায় চুরির ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বিপ্লব মন্ডল নামের একজনেকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চুরির ঘটনা স্বীকার করেছে। তিনি আরও জানান,বিপ্লব মন্ডলের বিরুদ্ধ জেলার বিভিন্ন থানায় ৮ টি চুরি মামলা রয়েছে।

দুপুরের পর বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এই চোর চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Share Now

এই বিভাগের আরও খবর