রাণীশংকৈলে জিংক সমৃদ্ধ ধানের কৃষক মাঠ দিবস পালিত

আপডেট: May 26, 2024 |

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জিংক সমৃদ্ধ বঙ্গবন্ধু ধান১০০ জাত উৎপাদন প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ মে) বিকাল চারটায় আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে উপজেলার ১ নং ধর্মগড় ইউনিয়নের চেংমারী গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

টেকনিক্যাল অফিসার কৃষি আরডিআরএস শাহিনুর ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র মনিটরিং কর্মকর্তা দিনাজপুর অঞ্চল (কৃষিবিদ) সন্জয় দেবনাথ ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) শহিদুল ইসলাম।

এসময় মাঠ দিবসে মানবদেহের জিংকের গুরুত্ব, বঙ্গবন্ধু ধান১০০ উৎপাদন প্রদর্শনীর ফলাফল প্রদর্শন, কৃষকদের প্রযুক্তি বিস্তার উদ্বুদ্ধ করণ, চাষাবাদ, রোগ বালাই নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) শহিদুল ইসলাম।

এসময় টেকনিক্যাল অফিসার কৃষি ও পরিবেশ আরডিআরএস রবিউল আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রউসুল আযম পলাশ, জিংক অনুপুষ্টি সমৃদ্ধ বঙ্গবন্ধু ধান ১০০ উৎপাদন প্রদর্শনী প্রাপ্ত খামারি, প্রগতিশীল কৃষক, কৃষাণি সহ স্হানিয় গন্য মান্য ব্যাক্তিবর্গসহ গনমাধ্যমে কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে, কৃষক মোবারক আলীর এক একর জমিতে রোপণ কৃত জিংক সমৃদ্ধ বঙ্গবন্ধু ধান ১০০ এর কর্তনের শুভ উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা।

Share Now

এই বিভাগের আরও খবর