হেলিকপ্টার দুর্ঘটনার শিকার ইরানের প্রেসিডেন্ট

আপডেট: May 20, 2024 |
inbound7608466058278796554
print news

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির ‘সন্ধান’ পাওয়া গেছে। ইতোমধ্যে হেলিকপ্টারটি খুঁজে পেয়েছেন উদ্ধারকারীরা। দুর্ঘটনাস্থলে জীবিত কোনো ব্যক্তিকে পাওয়া যায়নি বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (২০ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, হেলিকপ্টারে থাকা আরোহীদের জীবিত থাকার কোনো চিহ্ন তারা পায়নি।

দেশটির ঊর্ব্ধতন একজন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারটি সম্পূর্ণ পুড়ে গেছে। দুর্ভাগ্যবশত, সব যাত্রী মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে রেড ক্রিসেন্ট জানিয়েছিল, তারা প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারের সন্ধান পেয়েছে এবং বিধ্বস্ত হওয়ার স্থানে পৌঁছেছে।

আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় একটি অনুষ্ঠান থেকে ফেরার সময় রোববার (১৯ মে) ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার অবতরণের সময় বিধ্বস্ত হয়।

হেলিকপ্টারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নরসহ আরও বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তা ছিলেন।

উল্লেখ্য, ৬৩ বছর বয়সী ইব্রাহিম রাইসি ২০২১ সালে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হন। ইরানের রাজনীতিতে খুবই প্রভাবশালী এই নেতাকে দেশটির পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দেখা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর