কেন্দুয়ায় তেল জাতীয় ফসল বৃদ্ধিতে মাঠ দিবস ও আলোচনা

আপডেট: May 19, 2024 |
inbound7497515013314319645
print news

মো: হুমায়ুন কবির, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ২০২৩-২০২৪ অর্থবছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ মে) দুপুরে উপজেলার গড়াডোবা ইউনিয়নের গড়াডোবা ব্লকে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ সালমা আক্তার।

সভায় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ তারিক আজিজের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প ময়মনসিংহ অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মো. খায়রুল আমিন ও নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ এ এম শহিদুল ইসলাম।

সভায় এলাকার শতাধিক কৃষাণ কৃষাণী উপস্থিত ছিলেন। বক্তারা তেল জাতীয় ফসল সরিষা চাষের উপকারিতা ও গুরুত্ব তুলে ধরে সরিষার চাষাবাদ বৃদ্ধি করতে উপস্থিত কৃষকদের প্রতি আহবান জানান।

Share Now

এই বিভাগের আরও খবর