বগুড়ায় যাতায়াতের রাস্তা নিয়ে প্রতিবেশীকে হত্যা, আসামি গ্রেফতার

আপডেট: December 7, 2023 |
inbound1815003241446462778
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়ায় যাতায়াতের রাস্তা নিয়ে প্রতিবেশী দুই পরিবারের মধ্যে বিরোধের জেরে হাকিম মন্ডল (৬০) হত্যাকাণ্ডের প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার (০৫ ডিসেম্বর) রাত ২ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাবপর একটি আভিযানিক দল বগুড়া সদরের ফাঁপোড় এলাকায় অভিযান পরিচালনা করে হাকিম মন্ডল হত্যা মামলার প্রধান আসামি বেলাল উদ্দিনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত বেলাল উদ্দিন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বাঁকপাল মধ্য মৃত-আছির উদ্দিনের ছেলে।

আসমি বেলাল প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ হত্যাকাণ্ডের কথা স্বাীকার করেছে বলে জানিয়েছেন র‍্যাব।

এর আগে দুপচাঁচিয়া বাঁকপাল মধ্যপাড়ায় দুই প্রতিবেশী পরিবারের মধ্যা যাতয়াতের রাস্তা নিয়ে বিরোধ হয়।

এই বিরোধের জের ধরে গত কাল মঙ্গলবার( ০৫ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে আসামি বেলাল উদ্দিনের সাথে হাকিম মন্ডলের বাকবিতন্ডা হয়।

এর একপর্যায়ে প্রতিপক্ষ বেলালের কোদালের আঘাতে হাকিম মন্ডল গুরুতর আহত হলে তাঁকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক হাকিম মন্ডলকে মৃত ঘোষণা করেন।

বুধবার র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ঘটনায় মামলা দায়ের হলে আসামিদের ধরতে র‍্যাবের একটি টিম অভিযানে নামে।

অভিজানকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মামলার প্রধান আসামি বগুড়া সদরের ফাঁপোড় এলাকায় আত্নগোপন করছেন।

এমন সংবাদের ভিত্তিতে র‍্যাবের টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করে বেলাল উদ্দিনকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামির বরাত দিয়ে র‍্যাব জানায়,দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে এই বিরোধ চলছিল।

ওই বিরোধের জেরে আসামি বেলাল উদ্দিন মানসিক ও তীব্র ক্ষোভ থেকে এ হত্যা করে বলে স্বীকার করেছে।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান,গ্রেফতারকৃত আসামি বেলালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর