রাজাপুরে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন অনুষ্ঠান 

আপডেট: September 10, 2023 |

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ- ঝালকাঠির রাজাপুরে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক বেতার অনুষ্ঠান “নারী কথা” সমতা ও ক্ষমতায়ণে নারীর অবস্থান এর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজাপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অপরাজিতা নেটওয়ার্ক এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইয়াসমিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অপরাজিতার বিভাগীয় প্রকল্পের সমন্বয়কারী ঝুমু কর্মকার, ঝালকাঠি জেলা সমন্বয়কারী উজ্জ্বল কুমার পাল, মনিটরিং অফিসার  তানভীর মোশারফ, ফিল্ড কর্ডিনেটর শাহানাজ পারভীন, সীমা বিশ্বাস। রাজাপুর অপরাজিতা নেটওয়ার্ক এর সভাপতি নাদিরা পারভীন, সাধারণ সম্পাদক বাউল ছালমা প্রমূখ।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রাজাপুরর স্থানীয় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ছালমা যুব সংস্থা ও শিল্পীগোষ্ঠীর শিল্পীরা। সার্বিক সহযোগীতায় ছিলেন সাংবাদিক আলমগীর শরীফ, ও অপরাজিতা সাবিনা ইয়াসমিন।

Share Now

এই বিভাগের আরও খবর