নাটোরে নানা কর্মসূচির মাধ্যমে একুশে আগস্ট পালিত

আপডেট: August 21, 2023 |

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নানা কর্মসূচির মধ্যে দিয়ে নাটোরে পালিত হচ্ছে ২১ আগস্ট। বঙ্গবন্ধু এবং আইভি রহমানসহ নেতৃবৃন্দের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে দোয়া করা হয়।

একুশে আগস্ট এর স্মরণে জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় নাটোর জেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংরক্ষিত সংসদ সদস্য রত্মা আহমেদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরি জলি সহ অন্যান্যেরা।

এদিকে নাটোরের দিঘাপতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনের শোকাবহ আগস্টের দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল এমপি নাটোর সদর।

তাছাড়া নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বনপাড়াতে উপজেলা চেয়ারম্যান ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারী নেতৃত্বে ও বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেনের নেতৃত্বে পৃথক পৃথকভাবে একুশে আগস্টে গ্রানেট হামলায় নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অপরদিকে নাটোরের গুরুদাসপুর উপজেলায় বিয়াঘাট ইউনিয়নের সাব গাড়ি বাজারে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে একুশে আগস্ট পালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, গুরুদাসপুর পৌর মেয়র মোহাম্মদ শাহনেওয়াজ আলী মোল্লা, নাটোর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহাম্মদ আলী মোল্লা, মসিনদা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল বারী, নাজিরপুর ইউপি চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী প্রামানিক, নাটোর জেলা পরিষদের সদস্য মোহাম্মদ মেহেদী হাসান, গুরুদা সুর পৌর আওয়ামী লীগের নেতা মোঃ আনিসুর রহমান মোল্লা, যুবলীগ নেতা তাহের সোনার সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী সমর্থক বৃন্দ

Share Now

এই বিভাগের আরও খবর