জয়পুরহাটে ” বীর বাঙালী” শীর্ষক তথ্যচিত্রের উদ্বোধন সংক্রান্ত সংবাদ সম্মেলন

আপডেট: August 21, 2023 |

জয়পুরহাট প্রতিনিধিঃ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী জয়পুরহাট সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের জীবিত ও যুদ্ধাহত  প্রত্যক্ষ বর্ননা স্মার্ট ডিভাইসের মাধ্যমে  মুক্তিযুদ্ধের খন্ড খন্ড ইতিহাস ও স্মৃতির ডিজিটাল  সংকলন তৈরি এবং তা ভবিষ্যত প্রজন্মের সামনে তুলে ধরার একটি ক্ষুদ্র প্র‍চেষ্টা হলো ” বীর বাঙালী” শীর্ষক তথ্যচিত্রের আনুষ্ঠানিক উদ্বোধন সংক্রান্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন,সহকারী কমিশনার (ভূমি) ফজলে ওয়াহিদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, সদর উপজেলা প্রকৌশলী সামিন শারার ফুয়াদ,বম্বু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা শামসুল আলম, জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আমজাদ হোসেন,সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশিকুর রহমান, জাতীয় রবীন্দ্র সংগীত সন্মেলন পরিষদের সভাপতি আমিনুল হক বাবুল, বম্বু ইউনিয়ন পরিষদের সচিব মিজানুর রহমান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আফছার আলী।

এই ভিডিও ধারণের মাধ্যমে  জয়পুরহাট সদর উপজেলায় মহান মুক্তিযুদ্ধের যে ইতিহাস আছে তা বর্তমানে জীবিত সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রত্যক্ষ বয়ানে ধারন করতে পারলে পরবর্তী প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বন্ধে যেমন জানতে পারবে তেমনি মুক্তিযুদ্ধের খন্ড খন্ড ইতিহাস সংরক্ষন করা সম্ভব হবে বলে আশা করা যায়।

Share Now

এই বিভাগের আরও খবর